
আপনার ওয়েব সাইটের জন্য এস ই ও (SEO) কয় প্রকার ? আপনার ওয়েব সাইটের জন্য (SEO) এস ই ও ২ প্রকার
১। অন পেজ এস ই ও (On Page SEO)
২। অফ পেজ এস ই ও (Off Page SEO)
১। অন পেজ এস ই ও (On Page SEO)ঃ
অন পেজ (On Page SEO) মূলত কি? আপনি যখন আপনার ওয়েব সাইট বানান তখন কিছু কাজ আপনি নিজে করেন বা ডেভেলপার দিয়ে করিয়ে নেন,
যেমনঃ
- ওয়েব সাইট ডিজাইন
- ওয়েব লিঙ্ক এর ফরমেট সাজানো
- ছবি আপলোড করা
- কি-ওয়ার্ড রিচার্স করা
- তথ্যপূর্ণ আর্টিকেল দেয়া
- ওয়েব সাইটের স্পীড ঠিক ঠাক আছে কিনা চেক করা।
দেখুন তো যেগুলি আছে সেগুলি আপনার দ্বারা নিয়ন্ত্রন সম্ভব কিনা ! হ্যা সম্ভব , সুতরাং মোটা দাগে বলা চলে আপনার ওয়েব সাইটের এস ই ও’র যে সকল বিষয় মেনে আপনি নিজে ঠিক করতে পারবেন সেটাই মূলত অন পেজ এস ই ও (On Page SEO)। আরো বিস্তারিত এই বিষয়ে পাবেন।
২। অফ পেজ এস ই ও (Off Page SEO)ঃ
ওয়েব সাইটের যে সব কাজ অন্য ওয়েব সাইটে যেয়ে করা লাগে সে সমস্ত কাজের সমষ্টি হচ্ছে অফ পেজ এস ই ও। এই সাইটের নিয়ন্ত্রণ আপনার হাতে থাকে যেমন আপনার সাইটের নিয়ন্ত্রণ অন্য কারো কাছে নেই। অফ পেজ এস ই ও মধ্যে পড়ে নিচের গুলিঃ-
- ব্যাকলিংক
- সোশ্যাল লিঙ্ক
- ডোমেইন অথোরিটি
- ফোরাম সাবমিশন
আমরা আমাদের সাইটের পরিচিতি বাড়ানোর জন্য অন্য ওয়েব সাইটে যেয়ে যে কাজ গুলি সম্পাদন করি তার সমষ্টি হচ্ছে অফ পেজ এস ই ও (Off Page SEO)। আরো বিস্তারিত পাবেন এই বিষয়ে।